বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের জন্য দুশ্চিন্তা তথাগতর

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): “এখন বাংলাদেশ সম্ভবত একটি ইসলামি নৈরাজ্যের দিকে পতিত হবে। ভারতের জন্য ভালো খবর নয়, এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের জন্য খুবই উদ্বেগজনক খবর।” বুধবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, ““এটা দুঃখজনক যে, ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সরকারকে সতর্ক করতে পারেনি এবং ভারত কোনো আগাম ব্যবস্থা নিতে পারেনি।”

অপর একটি এক্স বার্তায় লিখেছেন, “বাংলাদেশ-মেঘালয় সীমান্তে আমাদের পাশের লোকেরা বাংলায় কথা বলে না। বাংলাদেশিদের জন্য এখানে হারিয়ে যাওয়া এত সহজ নয়। সমস্যা হল পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে। এই দুই জায়গায় দু‘পাশেই বাংলাভাষী মুসলমান রয়েছে।”

আরও একটি এক্সবার্তায় তিনি লিখেছেন, “শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এখন মুসলিমদের আর বিশ্বাস করা যায় না। ওরা ওদের ধর্মকে অন্ধ বিশ্বাস করে। ওদের কাছে দেশ বা মানবিকতা অনেক পরে ধর্ম আগে। যেটা অন্য ধর্মের মানুষের কাছে ক্ষতি কর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *