নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : জমির বিনিমিয়ে রেলে চাকরি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সমন পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। লালু ছাড়াও তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অখিলেশ্বর সিং, হাজারী প্রসাদ রাই, সঞ্জয় রাই, ধর্মেন্দ্র সিং, কিরণ দেবীকে সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ৭ অক্টোবর তাঁদের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলায় এই প্রথমবার তেজপ্রতাপ যাদবকে সমন পাঠিয়েছে আদালত। রাউস অ্যাভিনিউ আদালত অখিলেশ্বর সিং এবং তাঁর স্ত্রী কিরণ দেবীকে সমন পাঠিয়েছে। বুধবার আদালত আরও বলেছে, তেজ প্রতাপ যাদবের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তিনি এ কে ইনফোসিস লিমিটেডের পরিচালকও ছিলেন। তাই তাঁকেও তলব করা হয়েছে। সবাইকে আগামী ৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৬ আগস্ট ১১ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। তাঁদের মধ্যে চারজন মারা গিয়েছেন।
2024-09-18