শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বুধবার ভোরে শ্রীনগরের কর্ণনগর ছোট বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ৪টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, এদিন ভোরবেলা হঠাৎই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চারটি বাড়ি পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কী কারণে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।