বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, দেখে নেওয়া যাক ক্রিকেটারদের পারফরম্যান্স

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন, সেদিকে একটু নজর দেওয়া যাক।

নাজমুল হোসেন শান্ত: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের বিপক্ষে খুব বেশি টেস্ট খেলেন নি। ২০২২ সালে ভারতের বিপক্ষে মাত্র ৪টি ইনিংস খেলেছিলেন শান্ত। তার রয়েছে একটি ফিফটি। চার ইনিংসে ভারতের বিপক্ষে শান্ত’র রান মোট ৯৬। তার সর্বোচ্চ রান ৬৭।    লিটন দাস: ভারতের বিপক্ষে টেস্টে মোট ৮টি ইনিংস খেলেছেন।  ৩৭.৯ গড়ে মোট রান করেছেন ২৬৫।  ভারতের বিপক্ষে লিটনের রয়েছে মাত্র একটি হাফ-সেঞ্চুরি। এক ইনিংসে তার সর্বোচ্চ ৭৩ রান।  মুমিনুল হক:  ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মোট ৯টি ইনিংস খেলেছেন মুমিনুল হক। বাঁ হাতি এই ব্যাটারের মোট রান ২০২। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৮৪। রয়েছে একটি ফিফটি। তার গড় রান ২২.৪।  মুশফিকুর রহিম: ভারতের বিপক্ষে টেস্টে মোট ১৫টি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মোট  ৬০৩ রান করেছেন তিনি। দুই হাফ-সেঞ্চুরির সাথে রয়েছে দুটি সেঞ্চুরি। তার গড় রান ৪৩.১। সর্বোচ্চ রান ১২৭। সাদমান ইসলাম: ভারতের বিপক্ষে মোট চারটি ইনিংস খেলেছেন তিনি। মোট রান করেছেন ৪১।  জাকির হাসান: বাংলাদেশের এই ব্যাটার ভারতের বিপক্ষে টেস্টে খেলেছেন মোট চারটি ইনিংস। ৪৬.৫ গড়ে তার মোট রান ১৮৬। রয়েছে এক হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজ: ভারতের বিপক্ষে টেস্টে মোট ১০টি ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ১৮.৮ গড়ে তার মোট রান ১৮৮। রয়েছে একটি হাফ-সেঞ্চুরি।সর্বোচ্চ রান ৫১।অন্যদিকে ভারতের বিপক্ষে বল হাতে ৭ ইনিংসে ৬৪০ রান খরচায় উইকেট নিয়েছেন মোট ১৪টি। তার ইকোনমি রেট ৪.০৫। ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন একবার।  সাকিব আল হাসান: ভারতের বিপক্ষে টেস্টে মোট ১৪ ইনিংস খেলেছেন সাকিব। মোট রান করেছেন ৩৭৬। রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৮৪। বল হাতেও ভারতের বিপক্ষে বেশ সফল এই অলরাউন্ডার। ১২ ইনিংসে ৭৯৭ রান খরচায় মোট ২১টি উইকেট নিয়েছেন সাকিব। এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন একবার।

খালেদ আহমেদ: ভারতের বিপক্ষে খালেদ আহমেদ খেলেছেন মোট চারটি ইনিংস। ৪৫ ওভার বোলিং করে ১৪৭ রান খরচায় উইকেট পেয়েছেন মাত্র দুটি  তাইজুল ইসলাম: ভারতের বিপক্ষে ১০ ইনিংসে মোট ৫৯ রান করেছেন তাইজুল ইসলাম। অন্যদিকে বল হাতে ৯ ইনিংসে উইকেট নিয়েছেন মোট ১২টি। সেইসঙ্গে আর পাঁচটি উইকেট পেলেই  সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে পারেন তাইজুল ইসলাম।  তাসকিন আহমেদ: ভারতের বিপক্ষে টেস্টে মাত্র ৪টি ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। দুই ম্যাচে ভারতের বিপক্ষে ২৩২ রান খরচায় তাসকিন উইকেট নিয়েছেন চারটি। ব্যাট হাতে রান করেছেন মোট ৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *