নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড, হরিয়ানা, চন্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও আন্দামানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এরপর ১৯ সেপ্টেম্বর অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি প্রত্যাশিত। পরবর্তী দিন ২০ তারিখ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2024-09-18