কলকাতা ১৭ সেপ্টেম্বর (হি. স.) বিশিষ্ট কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। তাঁর জন্মভিটে হুগলি জেলার দেবানন্দপুরে মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মাধ্যমেই ৩দিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত আচার্য এ প্রসঙ্গে জানান, শরৎচন্দ্রের সৃষ্টি বিষয়ক এক আলোচনাচক্রে ঝড়েশ্বর চট্টোপাধ্যায় ও মেয়েদের ভূমিকা শীর্ষক আলোচনায় শ্রীমতী আলোকপর্ণা বক্তব্য রাখেন। সেইসঙ্গে দেবানন্দপুরে ১৪৯ তম জন্মদিনও পালিত হয়েছে দিনভর বাউল গান পরিবেশন করেন শিল্পীরা। আয়োজক পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি হুগলি জেলা পরিষদ, চুঁচুড়া – মগরা পঞ্চায়েত সমিতি ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, সভাধিপতি রঞ্জন ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় প্রমুখ। আগামী দুদিন ধরে চলবে শরৎ স্মৃতি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
2024-09-17