দু’দিনের রাজ্যে সফরে এনসিসির অতিরিক্ত মহানির্দেশক জেনারেল গগন দ্বীপ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: দুদিনের সফরে রাজ্যে এলেন এনসিসির অতিরিক্ত মহানির্দেশক জেনারেল গগন দ্বীপ।

আজ এডিশনাল ডাইরেক্টর জেনারেল গগন দ্বীপ ও কমান্ডিং অফিসার ত্রিপুরা ব্যাটেলিয়ান এন সি সি কর্নেল, রাজশেখর মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গেও সাক্ষাৎ করেন।

এদিন এনসিসির অতিরিক্ত মহানির্দেশক জেনারেল গগন দ্বীপ বলেন, উত্তর পূর্বাঞ্চলের এনসিসির ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রকল্পে যুক্ত করা হয়েছে। এ প্রথমবার ছাত্র ছাত্রীদের আর্মি, বিএসএফ, সিআরপিএফ এবং আসাম রাইফেলে এনরোলমেন্ট করানো হয়েছে। ত্রিপুরার একজন ছাত্র আর্মিতে ট্রেনিং করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *