আগরতলা,১৭ সেপ্ঢেম্বর, এনসিসির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল গগন দীপ এবং এনসিসির অন্যান্য আধিকারিকগণ আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন৷ সাক্ষাৎকালে মেজর জেনারেল গগন দীপ ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে এনসিসির কাজকর্ম সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন৷ রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে৷
2024-09-17