নেশাগ্রস্ত ভাতিজার দায়ের কোপে রক্তাক্ত কাকা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ভাতিজার দায়ের কোপে রক্তাক্ত হয়েছে কাকা। ওই ঘটনায় নন্দননগর পালপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে কোনো এক বিষয়কে কেন্দ্র করে কাকা ভাতিজার মধ্যে বচসা শুরু হয়েছিল। একসময় তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। পরবর্তী সময়ে কাকা সঞ্জিত দত্তের মাথায় দা দিয়ে আঘাত করে ভাতিজা। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। তারা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন। আরও জানা গিয়েছে, প্রতিনিয়ত ওই ভাতিজা নেশায় আসক্ত থাকত।