হুলুনবুইর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): গতবারের মতো এবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা হল ভারত।চিনের মাটিতে তাঁদেরকেই ১-০ গোলে হারিয়ে এশিয়ার সেরা হল হরমনপ্রীতরা। গোটা টুর্নামেন্টই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। গোটা ম্যাচ জুড়ে ভারতের আধিপত্য থাকলেও সহজে মঙ্গলবার গোলের দেখা পাওয়া যায়নি। একের পর এক আক্রমণ শানিয়েও মণদীপ-আড়াইজিৎরা গোল করতে ব্যর্থ। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ গোলদাতা হরমনপ্রীতও পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত গোলের মুখ খোলেন যুগরাজ সিং। ম্যাচ তখন শেষ হতে আর ৯ মিনিট বাকি তখন তিনি দুরন্ত শটে গোল করে ভারতে চ্যাম্পিয়ন করেন।
2024-09-17