অতিশী হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, এএপি নেত্রীর নাম প্রস্তাব অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): অতিশী মারলেনা হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনিই আম আদমি পার্টির পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেন কেজরিওয়াল।অতিশী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল তাঁকে অনিচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। মনীশ সিসোদিয়ার চাপের কারণে তিনি যাকে চেয়েছিলেন তাকে মুখ্যমন্ত্রী বানাতে পারেননি। মুখ্যমন্ত্রী মুখ হয়তো বদলাচ্ছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি একই থাকছে।”