আমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): পালটে গেল দেশের প্রথম বন্দে মেট্রোর নাম৷ ভুজ-আমেদাবাদ বন্দে মেট্রোর নাম পরিবর্তন করে রাখা হল নমো ভারত ব়্যাপিড রেল৷ এমনটাই খবর রেল সূত্রে।
জানা গেছে, নমো ভারত র্যাপিড রেল গুজরাটের কচ্ছের ভুজকে আমেদাবাদের সঙ্গে যুক্ত করবে। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৩৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই মেট্রো। দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা ৪৫ মিনিট। ঘণ্টায় সর্বোচ্চ বেগ হবে ১১০ কিলোমিটার। নমো ভারত র্যাপিড রেল’-এ সর্বাধিক ২,০৫৮ জন যাত্রী সওয়ার হতে পারবেন।