উত্তর ২৪ পরগনা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): শ্যালকের হাতে ভগ্নিপতি খুনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হল উত্তর ২৪ পরগনার গোপালনগরের ন’হাটা বাজার এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
সূত্রের খবর, মৃত যুবকের নাম শুভ সাহা (৩২)। অভিযুক্তের নাম সুমন বিশ্বাস। সম্পর্কে সুমনের ভগ্নিপতি শুভ। সুমন মার্চেন্ট নেভিতে কাজ করেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন। শ্বশুরবাড়িতে ছিলেন শুভ। রবিবার সন্ধ্যে ৭ টা নাগাদ মদ্যপ অবস্থায় সুমন বাড়ি ফেরেন। সেই সময়ই ভগ্নিপতির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।
বচসা এক পর্যায়ে চরমে ওঠে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ভগ্নিপতির গলায় কোপ দেন সুমন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শুভ।