কোচবিহারে যাত্রা শুরু করল পিঙ্ক পেট্রোল ভ্যান

কোচবিহার,১৬ সেপ্টেম্বর (হি. স.) : মহিলাদের সুরক্ষা দিতে সোমবার মহিলা পুলিশ পরিচালিত দুটি পিঙ্ক প্যাট্রোল ভ্যানের উদ্বোধন করল কোচবিহার জেলা পুলিশ। পুলিশের এহেন উদ্যোগে খুশির হাওয়া শহরে।

এদিন কোচবিহার পুলিশ লাইনের সামনে থেকে এই দুটি ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা, ডিএসপি চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহিলাদের সুরক্ষা প্রদান প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘দুটি ভ্যান কোচবিহার ও দিনহাটা শহরে নিয়মিত কাজ করবে। সেখানে একজন সশস্ত্র মহিলা পুলিশ অফিসার ও তিনজন মহিলা কনস্টেবল থাকবেন। তাঁরা নিয়মিত দুই শহরে টহল দেবেন। কোথাও মহিলারা সমস্যায় পড়লে ১০০ অথবা ১১২ নম্বরে ডায়াল করলে পিঙ্ক পেট্রোল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যাবে।’

উল্লেখ্য, আর,জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে গোটা রাজ্যজুড়ে মহিলাদের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তাই মহিলাদের সুরক্ষা প্রদানে রাজ্যের প্রতিটি প্রান্তেই পুলিশ প্রশাসনের তরফে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই তালিকায় এদিন থেকে যুক্ত হল কোচবিহারের নাম। কোচবিহার জেল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কোচবিহার জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *