সিনিয়র লীগ ফুটবলে ত্রিবেণীকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো ফরোয়ার্ড ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ফরোয়ার্ড ক্লাব। গতবারের লিগ রানার্স দল হলেও এবার চন্দ্র মেমোরিয়াল লিগ শুরুতে ক্রমান্বয়ে ড্র ও পরাজয়ের মধ্যে থেকে ফরোয়ার্ডকে অনেকটা পিছিয়ে পড়তে হয়েছিল। তবে দেরিতে হলেও জয়ের স্বাদ তাদের শিবিরে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন

পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ প্রতিযোগিতায় নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলো গতবারের লিগ রার্নাস দল ফরওয়ার্ড ক্লাব। ২০২৪-২৫ মরশুমে লিগে ৫ ম্যাচে ৩ টি পরাজয় ও ২ ম্যাচ ড্র করে অবমন হওয়ার দিকে এগোচ্ছিলো ফরওয়ার্ড ক্লাব। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে এিবেনী সংঘ কে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললো ফরোয়ার্ড।  এদিনের ম্যাচটি জয়ের ফলে ৬ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় ফরোয়ার্ড ক্লাব।  অন্যদিকে এিবেনী সংঘ সংগ্রহ করে ৬ ম্যাচে ৪ পয়েন্ট। বিজয়ী দলের পক্ষে নাওসেক পাম হ্যাটট্রিক করেন। এছাড়া, দুটি গোল করেন থসংগ্রাম সিং।‌ বিজিত ত্রিবেণীর পক্ষে স্টেপোস দুটি এবং রেফরো একটি গোল করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়।