নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর:
মঙ্গলবার থেকে দু দিন ব্যাপি বনকুমারি উৎসব শুরু হচ্ছে। বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় বনকুমারি মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হবে।
আসাম আগরতলা জাতীয় সড়কে হতাইকতর তথা বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় বনকুমারি মন্দিরটি সমগ্র ত্রিপুরাবাসির কাছে যেমন পরিচিত এর পাশাপাশি এই সড়কে চলাচলে বহিঃরাজ্যের মানুষের কাছেও সুপরিচিত একটি মন্দির। বনকুমারি মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আশ্বিন মাসের ১ তারিখ সেখানে বিশেষ পুজার্চনা এবং মেলা অনুষ্ঠিত হয়। মন্দির স্থাপিত হওয়ায় পর থেকে প্রতি বছর বেশ বড় আকাড়ের মেলার আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে পুজায় অংশ গ্রহন করে এবং মেলার অনন্দ উপভোগ করে আসছে। এবছর ও সাড়া জাগিয়ে হতে চলেছে এই মেলা। তবে এবছর থেকে দু দিন ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা।
মেলা কমিটির সদস্যরা জানান, রাজন্য আমল তথা ভারত স্বাধীন হবার ঠিক আগের বছর তথা ১৯৪৬ ইংরেজি সনে সেখানে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার সময় জনৈক ঠিকেদার এই মন্দির নির্মান করে দিয়েছিলেন। কিন্তু এর বহু বছর আগে থেকেই ততকালীন সময়ে এই এলাকায় বসবাসরত জনজাতিরা পাহাড়ের দেবি তথা বনকুমারির পুজা করে আসছিল। ১৯৪৬ সনে সেই জায়গায় মন্দির নির্মানের বছর থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।