নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর: শান্তির বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করলো শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা।
শান্তিরবাজার মডেল দ্বাদশশ্রেনী এনএসএস- এর কর্মসূচী হিসাবে প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। রবিবার এই কর্মসূচীর মধ্যে এনএসএস- এর ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন ও শান্তিরবাজার রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় দশমীঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
বন্যায় শান্তির বাজার লাউগাং নদীর পাশে থাকা দশমীঘাট নষ্ট হয়ে পরে। সামনে আসছে শারদীয় দূর্গোৎসব। শান্তির বাজারে সব কয়টি দূর্গাপ্রতিমা এই দশমীঘাটে নিরঞ্জন করা হয়। তাই পূজার প্রাকমুহুর্তে দশমীঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্দ্যোগ নিলো শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের এনএসএস এর ছাত্র ছাত্রীরা। আজকের এই কর্মসূচীসম্পর্কে জানান বিদ্যালয়ের শিক্ষক। তিনি জানান উনাদের এইকর্মসূচী প্রতিনিয়ত জারী থাকবে।