আগরতলা, ১২ সেপ্টেম্বর: আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক, পরিবহন দপ্তর এবং আগরতলা পুর নিগম। রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। আজ পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়েছে।
এদিন পরিবহন দপ্তরের আধিকারিক বলেন, শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।
এদিন তিনি আরও বলেন, অনেকদিন যাবৎ বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক দাঁড় না করাতে সর্তক করা হয়েছিল। কিন্তু তাঁরা কর্ণপাত করেন নি। তাছাড়া দূর্গা পূজা শহরকে যানজট মুক্ত রাখতে এই অভিযান। পাশাপাশি, দূর্ঘটনা এড়াতেও এই অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি।