সাবরুম থেকে আগরতলা পর্যন্ত ডেমো ট্রেন আংশিক বাতিল, বাকি স্টেশনের স্বাভাবিক থাকবে ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে বন্যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন গুলি। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে দক্ষিণ ত্রিপুরা জেলার রেল যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বন্ধ হয়ে রয়েছে।

যার ফলে দক্ষিণ ত্রিপুরা জেলার লোকাল ট্রেন গুলিকে আংশিকভাবে বাতিল করা হয়েছে।  বিবৃতিতে জানানো হয়েছে, আগরতলা সাব্রুম ডেমো ট্রেনটিকে শুক্রবার বিলোনিয়া থেকে সাবরুম পর্যন্ত বাতিল করা হয়েছে। স্টেশন গুলিতে স্বাভাবিকভাবেই চলাচল করবে এই ট্রেন।  একইভাবে সাবরুম আগরতলা ডেমো ট্রেনটিও সাবরুম থেকে বিলোনিয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।