ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর। দুই হল-এ এক জোটে প্রোগ্রাম। ২৮০ জন পুরস্কার বিজেতা। বিগত ৫ বছরের পুরস্কার একসাথে দেবে টিসিএ। এবার বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকেও পুরস্কৃত করা হবে। সিকিম, নাগাল্যন্ড, মেঘালয় থেকে আসবেন ক্রিকেটের প্রতিনিধিরা। বিসিসিআই এর এপেক্স মেম্বার তথা বিশ্বকাপ জয়ী এক্স ক্রিকেটার দিলীপ বেঙ্গ সরকার। প্রধান অতিথি হিসেবে থকবেন মুখ্য মন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। ২৮০ টি প্রাইজ দেয়া হবে টিসিএর তরফে। রবিন্দ্র ভবনের এক নং হলে হবে এই অনুষ্ঠান। দুই নম্বর হলেও দর্শকরা থাকবেন। জায়ান্ট স্ক্রীন লাগানো থাকবে সেখানে। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। সাংবাদিক বৈঠক করে এগুলো জানালেন টিসিএর সচিব সুব্রত দে। ৮৩র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম একজন ক্রিকেটার হলেন দিলিপ বেঙ্গ সরকার। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে টিসিএর দায়িত্ব নেয় এই কমিটি। দায়িত্ব নেবার পর থেকেই এই কমিটি রাজ্যের ক্রিকেটের উন্নয়নে যাবতীয় সব কাজ করে চলছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন টিসি এর সভাপতি তপন লোধ।সাংবাদিক বৈঠকে সভাপতি ছাড়া ও উপস্থিত ছিলেন সচিব সুব্রত দে সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সহ এপেক্সের আরো কয়েকজন।