লীগ ফুটবলে ব্লাডমাউথকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় নাইন বুলেটস-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নূন্যতম গোলে জয় পেয়েছে নাইন বুলেটস ক্লাব। হারিয়েছে ব্লাড মাউথ ক্লাবকে। ব্যবধান এক গোলের হলেও বুলেটস এর কাছে এটি গুরুত্বপূর্ণ জয়। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যাম সুন্দর কোং  চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল প্রতিযোগিতায় ব্লাডমাউথ কে টপকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো নাইন বুলেটস ক্লাব। লিগ টেবিলের লড়াইে ৪ ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহে ছিলো ৯ পয়েন্ট,  অন্যদিকে নাইন বুলেট ক্লাবের সংগ্রহে ছিলো ৭ পয়েন্ট। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত লিগে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় ব্লাড মাউথ ও নাইন বুলেটস।  ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো নাইন বুলেটস।  ম্যাচে নাইন বুলেটস ক্লাবের হয়ে জয় সূচক গোলটি করে খেলার ২৫ মিনিটে লালমুন কিমা। এদিনের ম্যাচটি জয়ের ফলে নাইন বুলেটস ক্লাব ৫ ম্যাচে ৩ টি জয় ১ টি ড্র ও ১ টি ম্যাচ পরাজিত হয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে।  অন্যদিকে ব্লাডমাউথ ৫ ম্যাচে ৩ টি ম্যাচ জয়ী ও ২ টি ম্যাচ পরাজিত হয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় নাইন বুলেট ক্লাবের  ফুটবলার লালমুন কিমা। লালমুন কিমার হাতে  পুরস্কার তুলে দেন এিপুরা ফুটবল এসোসিয়েশন গর্ভরনিং কমিটির অন্যতম সদস্য সুব্রত দও চৌধুরী।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message