কলকাতা, ১০ সেপ্টেম্বর(হি.স.): আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে শ্যামবাজারে ‘বিবেক জাগরণ যাত্রা’র আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান থেকে শ্যামবাজার পর্যন্ত এই যাত্রায় উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। সংঘ পরিবারের উদ্যোগে আয়োজিত এই মিছিলে যোগ দেবেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. কুণাল সরকার, নাট্যকার চন্দন সেন, ও চিকিৎসক ডা. সুকুমার মুখার্জি প্রমুখ।
যদিও এই যাত্রার আয়োজনে সরাসরি সংঘ পরিবারের নাম ব্যবহার করা হয়নি, তবে এই মিছিলে নেতৃত্ব দেবেন সংঘ পরিবারের ঘনিষ্ঠ অধ্যাপক স্মৃতি কুমার সরকার, যিনি আরএসএস এর ইতিহাস শাখার প্রধান হিসেবে পরিচিত। স্মৃতি কুমার সরকার ‘অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা’র উত্তরবঙ্গ অধ্যায়ের প্রধান। যাত্রার উদ্যোগে আরও যুক্ত থাকবেন বিশিষ্ট বুদ্ধিজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, এবং শিল্পীরা।
এই যাত্রা শ্যামবাজারের পঞ্চমায়ের মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে শেষ হবে। ‘বিবেক জাগরণ যাত্রা’র মাধ্যমে সমকালীন সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে চায় সংঘ পরিবার।