অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ 

আগরতলা, ১০ সেপ্টেম্বর: অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হয়েছে উত্তর কলাছড়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের আধিকারকরা। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তর কলাছড়া বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মমিন ওরফে মানিক অর্থের বিনিময়ে ছাত্র ছাত্রীদের পরীক্ষায় পাশ করিয়ে দেয়। যদি ছাত্র ছাত্রীরা টাকা না দেয় তাহলে তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়। তাছাড়া, ওই বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষক রয়েছেন। এরই বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র ছাত্রীরা।

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *