কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদের সময় শাসক দলের হামলার অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিযোগ, এই হামলার সময় মোমবাতি নিভিয়ে দেওয়া হয় এবং প্রতিবাদকারীদের লিখিত বার্তাগুলিও মুছে ফেলা হয়। শুভেন্দু অধিকারী বলেন, “শান্তি আর অহিংসার পথ ধরে কিছু হবে না। নেতাজির পথ ধরতে হবে, তবেই আমরা শাসকের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারব।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, “রাজ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ করা কঠিন হয়ে উঠেছে, তাই নেতাজির পথ অনুসরণ করাই এখন আমাদের একমাত্র বিকল্প। গণতন্ত্র রক্ষায় শাসকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”