শ্রীগঙ্গানগর, ৫ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দু’টি বাইকে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে শ্রীগঙ্গানগর জেলার সুরাটগড়-অনুপগড় রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। বিজয় নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোবিন্দ রাম বলেছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পরে আরও ৩ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর পালিয়ে যায় গাড়ির চালক। মৃতদের নাম তারাচাঁদ (২০), মনীশ (২৪), সুনীল কুমার (২০), রাহুল (২০), শুভকরণ (১৯) এবং বলরাম (২০)৷
2024-09-05

