মাদারিহাটে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

আলিপুরদুয়ার, ৪ সেপ্টেম্বর (হি.স.): আলিপুরদুয়ারের জেলার মাদারিহাটে বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কিশোর ওরাওঁ। তিনি মাদারিহাটের ধুমসিপাড়া চা বাগানের বাসিন্দা ছিলেন।সূত্রের খবর, কাজের জন্য মুজনাই চা বাগানের ভিতরে গিয়েছিল ওই কিশোর। সেখান থেকে ফেরার সময় হাতিটি তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠায়।