২০২৭ সালে মানুষ অখিলেশের স্বপ্নকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে : রাকেশ ত্রিপাঠি

লখনউ, ৪ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টির সুপ্রিমো ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বুলডোজারের বক্তব্যকে তীব্র নিশানা করলেন বিজেপির উত্তর প্রদেশের নেতা রাকেশ ত্রিপাঠি। তিনি বলেন যে, ২০২৭ সালে জনগণ অখিলেশের স্বপ্নকে বুলডোজ (গুঁড়িয়ে) করে দেবে। তিনি বলেন, অপরাধীদের ওপর বুলডোজার ব্যবহার করা হয়েছে কিন্তু অখিলেশের পেটে ব্যথা হচ্ছে কেন? প্রসঙ্গত, বুলডোজার–কাণ্ড নিয়ে অখিলেশ বলেন, এটা অসাংবিধানিক। উল্লেখ্য, ভদরসা এলাকায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা মোইদ খানের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিয়েছে উত্তর প্রদেশ সরকার। তাঁর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যোগী সরকার। একইসঙ্গে রাজস্ব বিভাগের তরফে তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।