প্যারালিম্পিক্স: ভারতকে  ১৬তম পদক এনে দিলেন দীপ্তি জীবনজি

প্যারিস, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্যারিস প্যারালিম্পিক্স থেকে ষষ্ঠদশ পদক এল ভারতের ঘরে। প্যারিস প্যারালিম্পিক্স থেকে দেশকে ১৬তম পদক এনে দিলেন দীপ্তি জীবনজি। তবে ভারতীয় অ্যাথলিটকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল। কোবেতে আয়োজিত গত প্যারা বিশ্বচ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা পেয়েছিলেন দীপ্তি।

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মঙ্গলবার মহিলাদের ৪০০ মিটার দৌড়ের টি ২০ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন দীপ্তি জীবনজি। সময় নিয়েছেন ৫৫.৮২ সেকেন্ড।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ

আগরকরের নির্বাচক কমিটিতে এলেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অজয় রাতরা