প্যারিস, ৪ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার রাতে প্যারিস প্যারালিম্পিক্সে ৪ মিনিটে চারটি পদক জিতে ইতিহাস গড়ল ভারত। আর এই জয়ের সুবাদে প্যারালিম্পিক্সের ইতিহাসে সবথেকে বেশি পদক জয়ের নজির গড়ল ভারত। টোকিওকে ছাপিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা এখন দাঁড়াল ২০।
হাইজাম্পের টি-৩৬ ইভেন্টে রুপো জিতলেন শরদ কুমার এবং ব্রোঞ্জ জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। জ্যাভলিনে এফ-৪৫ ইভেন্টে রুপো জিতলেন অজিত সিং। ব্রোঞ্জ জিতলেন বিশ্ব রেকর্ড এর মালিক সুন্দর সিং গুর্জর।