ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করলো নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক  নাবালিকার আত্মহত্যা ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বুধবার। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনা ভাটি অভয়নগর এলাকায়। এক যুবকের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক এবং পরে তাকে ব্ল্যাকমেইল করে ওই যুবক, এমনই অভিযোগ। আর তাতেই এক নাবালিকা আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি তার পরিবারের।
ঘটনায় ভাটি অভয়নগর এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ভাটি অভয়নগর এলাকায়।

জানা গেছে, মোল্লাপাড়ার ভিন ধর্মের এক ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে ভাটি অভয়নগর এলাকার দশম শ্রেণীর এক ছাত্রী। পরবর্তী সময়ে  নাবালিকাটির সাথে ব্ল্যাকমেইল শুরু করে ভিন ধর্মের এই ছেলে। আর তা সহ্য করতে না পেরে চলতি মাসের ১ সেপ্টেম্বর বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয় ওই নাবালিকা, এমনি অভিযোগ নাবালিকার বাবার।

কিন্তু পরিবারের লোকজন তার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নিয়ে আসে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকদের সর্বত চেষ্টা ব্যর্থ করে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা এই ছাত্রী।  আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ভাটি অভয়নগর এলাকায়। উত্তেজনা প্রশমনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নাবালিকা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিজেপি দলের রাজ্য নেত্রী পাপিয়া দত্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ছাত্রী আত্মহত্যার সঙ্গে যে কেউ জড়িত থাকুক না কেন, তাকে অবশ্যই আইন মোতাবেক শাস্তি  পেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *