নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: বুধবার ত্রিপুরা সিনিয়র সিটিজেনস অ্যান্ড পেনশনারস সংঘের ৮ম প্রতিষ্ঠা দিবস পালিত হয় গান্ধীঘাটস্থিত অফিস গৃহে। ত্রিপুরা সিনিয়র সিটিজেনস অ্যান্ড পেনশনার্স সংঘের ৮ম প্রতিষ্ঠা দিবস পালিত হয় বুধবার গান্ধীঘাটস্থিত তাদের অফিস গৃহে। প্রতিষ্ঠা দিবসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংস্থার সভাপতি রঞ্জিত দে, সম্পাদক পৃথ্বীশ আচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে দুটি পুরস্কার তুলে দেন অতিথিরা।
একটি হচ্ছে বেস্ট মহকুমা হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলাকে সত্যেন্দ্র কুমার দে স্মৃতি পুরস্কার হিসেবে ট্রফি এবং ২০০০ টাকা। পাশাপাশি মালতি নাহা মেমোরিয়াল স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বেস্ট লিডার অফ দা ইয়ার হিসেবে প্রাক্তন হেডমাস্টার বিমল চন্দ্র সেনকে। এ দুটি পুরস্কার তুলে দেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
