নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ সেপ্টেম্বর: বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ এবং ধলাই নদীর বাঁধ সংস্কার, ও নদী ভাঙ্গন রোধের জন্য ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কমলপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে কমলপুর প্রদেশ কংগ্রেস।
সম্প্রতি কমলপুর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ, নদী ভাঙ্গন রোধ ও ধলাই নদীর বাঁধ সংস্কার করা সহ ছয় দফা দাবিতে বুধবার কমলপুর মহকুমাশাসক লালরিং হেতা ডার্লিংয়ের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।
ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি অনিল চন্দ্র দাস, কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ, কংগ্রেস নেতা সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

