আগরতলা, ৩ সেপ্টেম্বর : আজ রাজভবনে মণিপুর থেকে আগত একদল বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সাথে মতবিনিময় করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল ছাত্রছাত্রীদেরকে শিক্ষার প্রতি নিবেদিত থাকতে এবং তাঁদের স্বপ্ন পূরণের সুযোগগুলি অন্বেষণ করতে উৎসাহিত করেন।
রাজ্যপাল সফরকারী ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আগরতলায় অসম রাইফেলস এর উচ্চপদস্থ আধিকারিকরা সুন্দর রাজ্য ত্রিপুরা ঘুরে দেখার জন্য ছাত্রছাত্রীদের স্বাগত জানান। এরপর ছাত্রছাত্রীরা উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন এবং তাদেরকে এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিবিধ তথ্য তুলে ধরেন আসাম রাইফেলস এর আধিকারিকরা।
আসাম রাইফেলস-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় সংহতি কর্মসূচির অঙ্গ হিসেবে মণিপুর থেকে আগত এই শিক্ষার্থীরা ত্রিপুরা পরিদর্শনে এসেছে। আগরতলায় অসম রাইফেলস এর উচ্চপদস্থ আধিকারিকরা সুন্দর ত্রিপুরা ঘুরে দেখার জন্য ছাত্রছাত্রীদের স্বাগত জানান। মনিপুরের এই শিক্ষার্থীরা গতকাল আগরতলায় এসেছে। আসাম রাইফেলস এর বিবৃতিতে জানায়, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরকালে মনিপুরের ছাত্রছাত্রীরা জাতীয় সংহতির শিক্ষা লাভের উদ্দেশ্যে আগরতলা সহ শিলং, গুয়াহাটি এবং তেজপুর সফর করবে এবং সেখানকার সাংস্কৃতিক ও শিক্ষামূলক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
এই সফরকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ও ৮ম থেকে ১০ম শ্রেণীতে পড়ুয়া মোট ১৬ জন ছাত্র এবং ১৯ জন ছাত্রী ও তাদের শিক্ষকরা রয়েছেন। আসাম রাইফেলস এর বিবৃতিতে জানানো হয়েছে সফরকারী এই শিক্ষার্থী দলের সবাই মণিপুরের জিরিবাম জেলার বিভিন্ন প্রত্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী।
আসাম রাইফেলস বিবৃতিতে জানিয়েছে, উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ দেওয়ার লক্ষ্যে অপারেশন সদ্ভাবনার অংশ হিসাবে জাতীয় সংহতি সফর পরিচালনা করা হয়। এই সফরের লক্ষ্য হল অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় গর্বের চেতনা বৃদ্ধি করা।
—

