স্মরণীয় দিন : রজত জয়ন্তী বর্ষে ত্রিপুরা স্পোর্টস স্কুল অ্যাম্বুলেন্স পেলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অ্যাম্বুলেন্স পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। নির্দিষ্ট ভাবে বলতে গেলে বাধারঘাট স্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনেকের স্বপ্নের স্কুল। সাধের স্কুল। রৌপ্য জয়ন্তী বর্ষে পা দিয়ে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স পেয়ে অত্যন্ত খুশি ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঙ্গে জড়িয়ে থাকা সকলে। কেননা, দীর্ঘ ২৫ বছর ধরে যে স্কুল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জয়ের মধ্য দিয়ে ত্রিপুরার জন্য সাফল্য ও সুনাম অর্জন করে এনেছে। অনেক দেরিতে হলেও সেই স্কুল আজ তার নিজস্ব বারান্দায় একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় “অ্যাম্বুলেন্স” দাঁড়িয়ে থাকতে দেখবে স্কুলের সকলেই। এ যেন অনেকের কাছেই আবেগে আপ্লুত হওয়ার বিষয়। আজ, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে অ্যাম্বুলেন্সটি হস্তান্তরিত হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের কর্তৃপক্ষের কাছে। একই সঙ্গে আবাসিক স্কুলের শিক্ষার্থীদের সুবিধার্থে স্কুল কর্তৃপক্ষের হাতে একটি ওয়াশিং মেশিনও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, পশ্চিম জেলার সিনিয়র উপ সমাহর্তা দেবদাস দেববর্মা, বিধায়িকা শ্রীমতি মিনারানী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষার্থীরা যোগাশৈলী দেখিয়ে অতিথিদের প্রশংসা অর্জন করে।