মথুরা, ২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় গাড়ি থেকে উদ্ধার জল এক ব্যবসায়ীর নিথর দেহ। রবিবার সন্ধ্যায় মথুরায় জয়পুর-বরেলি হাইওয়ের কাছে এক ব্যবসায়ীকে তাঁর গাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতের নাম- জিতেন্দ্র, তাঁর বাড়ি নওয়াদায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যবসায়ীর এক আত্মীয় সোমবার সকালে জানিয়েছেন, “দু’দিন আগে তিনি মহাবনের কাছে একটি দোকানে সামগ্রী সরবরাহ করেছিলেন, কিন্তু টাকা প্রদান করা হয়নি। দোকানদার তাঁকে টাকা দেওয়ার ব্যাপারে বিভ্রান্ত করে। গতকাল টাকা নিতে গেলে কিছু একটা ঘটে, এরপর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। বরেলি বাইপাসের কাছে গাড়িতে তাঁর দেহ পাওয়া যায়। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এস দেহ উদ্ধার করে।”
2024-09-02