আগরতলা, ৩১ আগস্ট: প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে কেন্দ্র করে যুব মোর্চার উদ্যোগে ধলেশ্বর ১২ নং রোডে গোরক্ষনাথ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ বলেন, ৯ বনমালীর পুরের যুব মোর্চার উদ্যোগে আজ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যের জন্মদিন উদযাপিত করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে ধলেশ্বর ১২ নং রোডে গোরক্ষনাথ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে। তাছাড়া, আজ দুপুরে ক্যান্সার হাসপাতালে ফল, মিষ্টি বিতরণ করা হবে।