কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে দ্বিতীয়বার প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে জবাব দিল কেন্দ্র।
দ্বিতীয় চিঠিতে মমতার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণের যে ঘটনা ঘটছে, সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে। এর পালটা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণ দেবী চিঠিতে পালটা রাজ্যের দিকেই আঙুল তুলেছেন।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় রয়েছে তা যথেষ্ট কঠোর। রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকার কিছু বিষয় চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মমতা, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।