আগরতলা, ৩১ আগস্ট: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশীরা রাজ্যে প্রবেশ করছেন। আবারো অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানায় পুলিশ।
পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন, গত ২৯ আগস্ট লঙ্কামুড়া থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর সিটি সেন্টার এলাকা থেকে দুই বাংলাদেশী নাগরিককে জালে তুলে।
এদিন তিনি বলেন, ধৃতরা হলেন, রফিক শেখ এবং আজিম উদ্দিন। আজ শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

