আগরতলা, ৩১ আগস্ট: মরন ফাঁদে পরিনত হয়েছে ত্রিপুরা সরকারের নজরে সম্ভাব্য পর্যটন কেন্দ্র পেঁচারথলের শীলছড়ায় থাকা বৌদ্ধ ঝর্ণায় পৌছোনোর একমাত্র রাস্তাটি। প্রতিদিন ঝর্ণা দেখতে আসা পর্যটকদের গাড়ী বাইক আটকে পড়ছে ঐ রাস্তায়। বিকল হচ্ছে গাড়ী। অসাধ্য হয়ে পড়েছে ঐ রাস্তায় হাঁটাচলা। দাবী উঠছে প্রশাসনিক নজরদারীর।
ঝর্ণার আনন্দ উপভোগ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। জল কাদায় একাকার রাস্তায় আটকে পড়ছে গাড়ী। রাস্তার বেহাল দশায় কাউকে আবার ঝর্ণায় না গিয়েই ফিরে যেতে হচ্ছে বাড়ীতে। ত্রিপুরার শিলছড়ায় থাকা একটি ঝর্ণায় যেতে গিয়ে এমনই তিক্ত অভিজ্ঞতা তুলে ধরলেন পর্যটকরা।
প্রসঙ্গত, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট পাহাড়ী রাজ্য ত্রিপুরা। আর পার্বত্য ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রকৃতির কোলে রয়েছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা একাধিক ঝর্ণা। ঊনকোটি জেলার পেঁচারথল শিলছড়ায়ও রয়েছে পাহাড়ের কোল থেকে নেমে আসা এমনই এক মনোরম ঝর্ণা। আর এই ঝর্ণা দেখতে গিয়েই এখন বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। ঝর্ণায় পৌছনোর রাস্তার অবস্থা বর্তমানে একেবারে শোচনীয়। পাহাড়ের মাটি রাস্তায় নেমে জল কাদায় একাকার ঝর্ণায় যাবার রাস্তাটি। রাস্তার মাঝে থাকা গর্তগুলোতে জল জমে ডোবার আকার নিয়েছে রাস্তা। আর সেই গর্তে প্রতিদিনই আটকে পড়ছে বাইক, টটো থেকে একাধিক গাড়ী। এতে বিকল হচ্ছে গাড়ীর যন্ত্রাংশ। পরে কাদায় নেমে গাড়ী ঠেলতে হচ্ছে ঝর্ণায় আসা পর্যটকদেরকে।
বর্তমানে প্রতিদিনই ঝর্ণায় পৌছতে গিয়ে এমনভাবে কাঠখড় পোড়াতে হচ্ছে এবং রাস্তার হাল আগের থেকে অনেক শোচনীয় হয়ে পড়েছে বলে জানালেন মাঝ রাস্তায় গাড়ী নিয়ে আটকে পড়া এক পর্যটক। পর্যটকদের কাছে রিতিমতো বিপদজ্জনক হয়ে উঠেছে এই রাস্তাটি। ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে গিয়ে ঘটছে অঘটন। বর্তমানে ঐ রাস্তায় হেঁটে চলাই একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের কাছে। ঝর্ণায় আসা এক পর্যটক জানালেন, মন ছুঁয়ে যাওয়া এই ঝর্ণা দেখতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যান সেখানে। কিন্তু বেশ কিছুদিন ধরে রাস্তার এই বেহাল দশায় চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে পর্যটকদেরকে।এদিকে ঝর্ণায় যাবার রাস্তার এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ঝর্ণায় না গিয়েই মাঝপথ থেকে ফিরে যাচ্ছেন অনেকেই।
ব্যর্থ মনোরথে ফেরার পথে পানিসাগরের এক পর্যটক জানালেন, অনেক আশা নিয়ে ঝর্ণার উদ্দেশ্যে বাড়ী থেকে বেড়িয়েছিলেন কিন্তু রাস্তার এই ভয়ঙ্কর অবস্থায় ইচ্ছে পূরন হলোনা আর।শীলছড়ার এই ঝর্ণাটিকে দেখতে কয়েক বছর আগে সেখানে ছুটে গিয়েছিলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আশা প্রকাশ করেছিলেন এই ঝর্ণাটিকে ঘিরে শিলছড়ায় গড়ে উঠতেপারে পর্যটন কেন্দ্র। সরকারের নজরে থাকা সম্ভাব্য এই পর্যটন কেন্দ্রটির প্রশাসনিকভাবে রক্ষনাবেক্ষনের বদলে পর্যটকদের কাছে আতঙ্কের আরেক নাম এখন হয়ে উঠেছে এই ঝর্ণাটি। দায়িত্বশীলদের বদান্যতায় দেখভালের অভাবে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। দাবী উঠছে অচল রাস্তা সচল করতে দ্রুত উদ্যোগ নিক প্রশাসন।