কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল হচ্ছে। রাজ্যের নতুন অর্থসচিব হলেন প্রভাতকুমার মিশ্র। পরিকল্পনা ও তথ্য দফরের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
এতদিন প্রভাতবাবু সেচ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। তাঁর জায়গায় সেচ দফতরের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। তিনি এতদিন অর্থ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রভাত মিশ্র দীর্ঘদিন সেচ দফতরের দায়িত্বে রয়েছেন। তিনি কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের দায়িত্বও কিছুদিন সামলেছেন।
এই নির্দেশিকায় মৎস্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেনকে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি দুটি দফতরের পাশাপাশি, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদেও থাকবেন।