চন্ডীগড়, ৩১ আগস্ট (হি.স.): দেখতে দেখতে শনিবার ২০০-তম দিনে পড়ল কৃষকদের আন্দোলন। শনিবার শম্ভু সীমানায় কৃষকদের আন্দোলনস্থলে পৌঁছন কুস্তিগীর ভিনেশ ফোগাট। কৃষকদের আন্দোলনস্থল এদিন ভিনেশ ফোগাট বলেছেন, “আপনাদের আন্দোলনের ২০০ দিন পূর্ণ হল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আপনারা অধিকার, ন্যায়বিচার পান। আপনাদের মেয়ে আপনাদের পাশে আছে। সরকারকেও অনুরোধ করছি। আমরাও এই দেশের নাগরিক, আমরা যদি আমাদের আওয়াজ তুলি তা প্রতিবার রাজনৈতিক হয় না…আপনাদের তাঁদের কথা শোনা উচিত…তারা যা দাবি করছে তা অবৈধ ন।”এদিন কৃষকদের মঞ্চে উপস্থিত হওয়ার আগে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে ভিনেশ ফোগাট বলেছেন, “তাঁরা এখানে বসে আছেন ২০০ দিন হয়ে গেল। এটা বেদনাদায়ক। তাঁরা সবাই এই দেশের নাগরিক। কৃষকরা দেশ চালায়। তাঁদের ছাড়া কিছুই সম্ভব নয়, এমনকি ক্রীড়াবিদও নয়, যদি তাঁরা আমাদের না খাওয়ায়।”
2024-08-31