শিলিগুড়ি, ৩১ আগস্ট (হি.স.) : শিলিগুড়ির ১০ নম্বর জাতীয় সড়কের তারখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শিলিগুড়ির দিকে আসছিল গাড়িটি। হঠাৎই পিছলে করে গাড়িটি রাস্তার ধারে উলটে যায়। ঘটনায় আহত হন চালক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
2024-08-31