আগরতলা, ৩১ আগস্ট: শনিবার ধর্মনগর মহকুমা গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতিদিন উত্তর জেলা জুড়ে রক্তের আকাল পরিলক্ষিত হচ্ছে।
শুধু তাই নয় যুবকদের কাছে প্রতিদিন রক্তদানের জন্য ফোন আসছে। এই স্বেচ্ছা রক্তদান ধর্মনগরের রক্তের আকালকে সাময়িক নিস্তার দিবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আজকের ধর্মনগরের মহকুমা গণতান্ত্রিক যুব ফেডারেশনের পার্টি অফিসে মোট ১৭ জন তাদের মহামূল্যবান রক্তদান করে ছেন। গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের প্রাক্তন সম্পাদক কমরেড অভিজিৎ দে রক্তদানের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন হয়।
তাছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত। এসএফআই এবং নারী সমিতি সঙ্গে ক্ষেতমজুর ইউনিয়ন ও সিটুকে নিয়ে এ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্তমান রাজ্যে বন্যা পরিস্থিতিতে যেভাবে যুবকরা এগিয়ে এসেছে তাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্রদর্শন এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানে উদ্ভিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।