নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ আগস্ট: কমলপুর দূর্গাচৌমুহনি ব্লক ‘র অধীন নোয়াগাও পঞ্চায়েতে আজ এগারোজন সদস্য শপথ গ্রহণ করলো। প্রথমে বিলাসছড়া, বালিগাও পঞ্চায়েতের পর নোয়াগাও পঞ্চায়েতে শপথ বাক্য পাঠ হয়। নোয়াগাও কমিউনিটি হলে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, সম্পাদক কেশব ভৌমিক, দূর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির নতুন ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ,তিপ্রামথার পক্ষে মেরি দেব্বর্মা।
প্রথম আলাদা আলাদা করে এগারোজন শপথ গ্রহণ করে। এরপর প্রধান হিসাবে তিপ্রামথার নির্বাচিত প্রতিনিধি করুনা দেব্বর্মা ও বিজেপি থেকে নির্বাচিত বাদল দেব উপ প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত এক্সটেনশন অফিসার রসিক চাকমা।
বলা বাহুল্য এই পঞ্চায়েতের একমাত্র এস টি মহিলা সিট এবার তিপ্রামথাকে দেওয়া হয়। সেই ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা করুনা দেব্বর্মা প্রধান হয়েছেন।সাংবাদিকদের সাথে আলোচনায় বাদল দেব জানালেন তারা জনগণের জন্য কাজ করে যাবে। তারা সবার সাথে আলোচনাক্রমেই কাজ করবে।