গ্রামকে শক্তিশালী করার পথ আরো মসৃণ করেছেন নরেন্দ্র মোদি, শপথ গ্রহন অনুষ্ঠানে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: গ্রামকে শক্তিশালী করার পথ আরো মসৃণ করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার জিরানিয়া আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

জিরানিয়া আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির  শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠানে নব নির্বাচিত ১১জন সদস্য-সদস্যা শপথ গ্রহণ করেন। পাশাপাশি  নবনির্বাচিত চেয়ারপার্সন  হিসেবে প্রীতম দেবনাথ  এবং ভাইস চেয়ারপার্সন  হিসেবে শপথ গ্রহণ করেন রূপালী দাস।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে  মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও অন্যান্য নেতৃত্বরা  উপস্থিত ছিলেন।  এছাড়াও অনুষ্ঠানে কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গ্রামে নতুন সরকার ঘটন করছে। তাই তিনি এদিন নতুন সদস্যদের ধন্যবাদ জানান।

পাশাপাশি তিনি বলেন গ্রামকে শক্তিশালী করা মানে ভারতকে শক্তিশালী করা। আর এটাকে বাস্তবায়িত করার করার জন্য, এরপর আরো মসৃণ করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি। আর সেই দিশায় কাজ করার ফলেই রাজ্যের মানুষ পুনরায় বিজেপি সরকার উপর আস্থা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *