পৃথক দুটি অভিযানে ১ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক সহ নেশা সামগ্রী উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার কলকলিয়া বিওপি এলাকা থেকে এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ জওয়ানরা।
গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা।

অপর পৃথক অভিযানে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিওপি করমাটিলা এবং বিওপি সমরগঞ্জের বিএসএফ সৈন্যরা ৩৩ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে।