চম্পই সোরেন যোগ দিলেন বিজেপিতে, স্বাগত জানালেন শিবরাজ ও হিমন্ত বিশ্বশর্মা

রাঁচি, ৩০ আগস্ট (হি.স.) : বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার রাঁচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন চম্পই সোরেন। তাঁকে গেরুয়া পরিবারে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি।উল্লেখ্য, গত বুধবার ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার সমস্ত পদ এবং হেমন্ত সোরেন সরকারের মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। জেএমএম সভাপতি শিবু সোরেনকে লেখা চিঠিতে তিনি জানান, দলের কাজের ধরন এবং নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। হেমন্ত সোরেন সরকারের জলসম্পদ, উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। শুক্রবার রামদাস সোরেন পূরণ করেছেন চম্পই সোরেনের খালি স্থান। রামদাম ঝাড়খণ্ডের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।