দখলকৃত রাস্তা, সরকারি জায়গা এবং ফুটপাত খালি করতে সাত দিনের সময় বেঁধে দিলেন মেয়র

আগরতলা, ২৯ আগস্ট: অবলা চৌমুহনি থেকে আই জি এম চৌমুহনি পর্যন্ত যে সমস্ত অনুমোদনহীন ভ্যান্ডার রয়েছে  সরানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম। আগামী সাত দিনের মধ্যে ফুটপাত,  সরকারি জায়গা, রাস্তা দখলমুক্ত করতে হবে। আজ উচ্ছেদ অভিযানে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ নিগম কমিশনার ও ট্রাফিক এসপিকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামলেন মেয়র।এদিন তিনি বলেন, ক্রীড়া দপ্তরের কর্তৃক স্টলগুলি উমাকান্ত মিনি স্টেডিয়ামের গ্যালারির নিচে দেওয়া হয়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে স্টলের সঙ্গে যে ফুটপাত আছে এতেও পন্য সামগ্রী সাজিয়ে রাখা হচ্ছে। এই সমস্ত ব্যাপারে আগরতলা পুর নিগমের কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবে এবং ফুটপাতে বেদখল করা হবে।

এদিন তিনি আরও বলেন, নিগমের তরফ থেকে প্রতিনিয়ত শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। কিন্তু তারপর জনগণ সরকারি জায়গায় দোকানপাট গড়ে তুলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *