ত্রিপুরা শিক্ষক খুন এবং আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড এর উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: বৃহস্পতিবার উদয়পুরের শিক্ষক অভিজিৎ খুনকান্ড এবং আর জি কর ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড। রাজ্য এবং পশ্চিমবঙ্গে দুটি বর্বরোচিত খুনকান্ড সংঘটিত হয়েছে। এরই প্রতিবাদে এদিন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড-এর উদ্যোগে মৌন প্রতিবাদ মিছিলটি  সংঘটিত হয়েছে।

এদিনের এই প্রতিবাদ মিছিলটি মেলারমাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এদিনের মৌন প্রতিবাদ মিছিল থেকে দুটি খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানানো হয়েছে।