ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এই মুহূর্তে ত্রিপুরা দল ১৪৫ রানে পিছিয়ে রয়েছে। প্রতিপক্ষ বিদর্ভ। পন্ডিচেরিতে আয়োজিত সিনিয়র পুরুষদের সিএপি আন্ত রাজ্য ক্রিকেট টুর্নামেন্টে প্রথম খেলায় ত্রিপুরা বিদর্ভের মুখোমুখি হয়েছে। প্রথম দিনে বিদর্ভের প্রথম ইনিংসের ১৮৪ রানের জবাবে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ত্রিপুরা দল দুই উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে নিয়েছে। খেলা হচ্ছে পন্ডিচেরিতে সিয়াচেনে সিএপি দুই নম্বর গ্রাউন্ডে। সকাল সাড়ে নয়টা নাগাদ ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে বিদর্ভ ৫২.৩ ওভার খেলে ১৮৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রোহিত ভিনকার সর্বাধিক ৬৬ রান পায়। এছাড়া, বিশেষ ৩৬ বলে ৫২ রান সংগ্রহ করে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ করেছে। রাজ্য দলের বোলারদের মধ্যে ইন্দ্রজিৎ দেবনাথ দুর্দান্ত বল করে ৪৪ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। তাছাড়া, সৌরভ কর পেয়েছে চারটি উইকেট ত্রিশ রানীর বিনিময়ে। সাহিল সুলতান পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ত্রিপুরা ২২ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। অধিনায়ক ঋতুরাজ ঘোষ রায় সাত রানে এবং সেন্টু সরকার নয় রানে প্যাভেলিয়নে ফিরলেও তন্ময় দাস এগার রানে এবং আনন্দ ভৌমিক দশ রানে উইকেটে রয়েছেন। বিদর্ভের তেজস্বী একাই দুটো উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে ত্রিপুরা দলের লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়ার অর্থাৎ ১৮৪ রানের অধিক রান সংগ্রহ করার।
2024-08-28